দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম অনুসন্ধান করার সঠিক পদ্ধতি নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হবে। নিম্ন বর্ণিত পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করে খুব সহজেই আপনি দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম অনুসন্ধান করতে পারবেন।
দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করার নিয়ম
বর্তমানে শুধুমাত্র দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করা যায়। কিভাবে খুব সহজেই আপনি ঘরে বসে থেকে আপনার হাতে থাকে স্মার্টফোন কিংবা ল্যাপটপের মাধ্যমে দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করবেন তা এই আর্টিকেলটিতে বিস্তারিত ভাবে তুলে ধরা হবে। তো চলুন শুরু করা যাক।
সর্বপ্রথম আপনাকে যে কোন একটি ব্রাউজার ওপেন করতে হবে এরপরে সার্চ অপশনে গিয়ে, “land.gov.bd” লিখে সার্চ করতে হবে। সার্চ করলে নিচের চিত্রের একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। সর্বপ্রথম যে রেজাল্টটি শো করবে সেই লিংকে ক্লিক করুন।

প্রথম লিংকটিতে ক্লিক করলে নিচের চিত্রের মতো নতুন আরেকটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। নিচের চিত্রে দেখতে পাচ্ছেন সেখানে অনেকগুলো অপশন রয়েছে এর মধ্যে থেকে, ” ভূমি রেকর্ড ও ম্যাপ” এই অপশনটিতে ক্লিক করতে হবে।

“ভূমি রেকর্ড ও ম্যাপ” এই অপশনটিতে ক্লিক করলে নিচের চিত্রের মতো নতুন আরেকটি ইন্টারফেস দেখতে পাবেন।এখানে “সার্ভে খতিয়ান” “নামজারি খতিয়ান” “মৌজা ম্যাপ” ইত্যাদি অপশন গুলো দেখতে পাবেন। এর মধ্যে থেকে আপনি যেই ধরনের খতিয়ান দেখতে চান, সেখানে ক্লিক করতে হবে। এরপরে, বিভাগ, জেলা, উপজেলা/থানা, খতিয়ানের ধরন এবং মৌজা সিলেক্ট করতে হবে। সবকিছু সিলেক্ট করা হয়ে গেলে আপনি খতিয়ানের তালিকা দেখতে পাবেন।

আপনি যদি শুধুমাত্র দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করতে চান সেক্ষেত্রে, “খতিয়ানের তালিকা” এই অপশনের নিচের দিকে ডানপাশে “অধিকতর অনুসন্ধান” নামের একটি বাটন রয়েছে সেখানে ক্লিক করতে হবে।

“অধিকতর অনুসন্ধান” বাটনটিতে ক্লিক করলে নিচের চিত্রের মত একটি ইন্টারফেস দেখতে পাবেন সেখানে আপনি নাম দিয়ে কিংবা দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করতে পারবেন। আপনি যদি নাম দিয়ে জমির মালিকের নাম বের করতে চান তাহলে “মালিকের নাম” লেখা সম্বলিত যে ফাঁকা ঘরটি রয়েছে সেখানে মালিকের নাম লিখে ”খুঁজুন” বাটনে ক্লিক করতে হবে। আর যদি আপনি দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করতে চান তাহলে ” দাগ নং” লেখা সম্বলিত যে ফাঁকা ঘরটি রয়েছে সেখানে দাগ নাম্বার বসিয়ে দিতে হবে। এরপরে ”খুঁজুন” বাটনে ক্লিক করতে হবে।

আপনার প্রদত্ত নাম অথবা দাগ নাম্বার যদি সঠিক থাকে, তাহলে নিচের চিত্রের মত একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে সেখানে আপনার প্রদত্ত নাম কিংবা দাগ নাম্বারের অধীনে যতগুলো জমি রয়েছে সেগুলো শো করবে। এরপর আপনি নামের উপরে ডাবল ক্লিক করে বিস্তারিত দেখতে পারবেন।

