স্মার্টফোন বা ল্যাপটপ এর মাধ্যমে ঘরে বসে অনলাইন খতিয়ান অনুসন্ধান করার সঠিক নিয়ম নীচে বিস্তারিতভাবে তুলে ধরা হবে। তাই যদি আপনি ঘরে বসে, অনলাইন খতিয়ান অনুসন্ধান করতে চান, তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
অনলাইন খতিয়ান অনুসন্ধান
অনলাইন খতিয়ান অনুসন্ধান করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার স্মার্টফোন কিংবা ল্যাপটপে যেকোন একটি ব্রাউজার ওপেন করতে হবে। আপনি ক্রোম ব্রাউজার ওপেন করতে পারেন। এরপর সার্চ অপশনে গিয়ে “land.gov.bd” লিখে সার্চ করুন। নিচের চিত্রের মতো একটি ইন্টারফেস দেখতে পাবেন। সার্চ রেজাল্টে সর্বপ্রথম যে ওয়েব সাইটটি শো করবে সেখানে ক্লিক করুন।

প্রথম লিংকে ক্লিক করলে নিচে চিত্রের মতো আরেকটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে। এর মধ্য থেকে, “ভূমি রেকর্ড ও ম্যাপ” এই অপশনটিতে ক্লিক করুন।

“ভূমি রেকর্ড ও ম্যাপ” এই অপশনটিতে ক্লিক করলে নিচের চিত্রের মতো আরেকটি নতুন ইন্টারফেস দেখতে পাবেন সেখানে, “সার্ভে খতিয়ান” “নামজারি খতিয়ান” “মৌজা ম্যাপ” ইত্যাদি অপশন রয়েছে।এর মধ্য থেকে আপনি যে ধরনের খতিয়ান অনুসন্ধান করতে চাচ্ছেন তা সিলেক্ট করবেন।

আপনি যদি “সার্ভে খতিয়ান” এই অপশনটি সিলেক্ট করেন তাহলে নিচের চিত্রের মত আরেকটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন, বিভাগ জেলা, উপজেলা/থানা, খতিয়ানের ধরন, মৌজা, খতিয়ানের তালিকা এই অপশনগুলো রয়েছে, যথাযথভাবে এই অপশনগুলো সিলেক্ট করতে হবে।

প্রথমে আপনার বিভাগ, জেলা, উপজেলা ইত্যাদি সিলেক্ট করে আপনি কোন ধরনের খতিয়ান অনুসন্ধান করতে যাচ্ছেন তা সিলেক্ট করতে হবে। এরপরে মৌজা সিলেক্ট করতে হবে। মৌজা সিলেক্ট করার পরে আপনি খতিয়ানের তালিকা দেখতে পাবেন। সেখান থেকে আপনি খতিয়ানের নাম্বার দিয়ে খতিয়ান অনুসন্ধান করতে পারবেন।

আপনি যদি খতিয়ানের অনলাইন কপি ডাউনলোড করতে চান, অথবা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে এই আর্টিকেলটি (www.land.gov bd | আর এস খতিয়ান অনুসন্ধান) পড়তে পারেন। এখানে খতিয়ানের অনলাইন কপি ডাউনলোড করার এবং সার্টিফাইড কপির জন্য আবেদন করার সঠিক নিয়ম তুলে ধরা হয়েছে।
অনলাইন খতিয়ান অনুসন্ধান সি এস
সি এস খতিয়ান অনুসন্ধান করার ক্ষেত্রে উপরে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করতে হবে এবং যখন “খতিয়ানের ধরন” অপশনটি আসবে সেখানে “সি এস” এই অপশনটি সিলেক্ট করতে হবে। এরপরে মৌজা সিলেক্ট করে খতিয়ানের নাম্বার দিয়ে সার্চ করলেই আপনি সিএস খতিয়ান দেখতে পাবেন।


অনলাইন খতিয়ান অনুসন্ধান বি এস
বি এস খতিয়ান অনুসন্ধান করার ক্ষেত্রে উপরে উল্লেখিত “অনলাইন খতিয়ান অনুসন্ধান” এর পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং যখন “খতিয়ানের ধরন” অপশনটি আসবে সেখানে “বি এস” এই অপশনটি সিলেক্ট করতে হবে। এরপরে মৌজা সিলেক্ট করে খতিয়ানের নাম্বার দিয়ে সার্চ করলেই আপনি বি এস খতিয়ান দেখতে পাবেন।


অনলাইন খতিয়ান অনুসন্ধান এস এ
এস এ খতিয়ান অনুসন্ধান করার ক্ষেত্রে উপরে উল্লেখিত “অনলাইন খতিয়ান অনুসন্ধান” এর পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং যখন “খতিয়ানের ধরন” অপশনটি আসবে সেখানে “এস এ” এই অপশনটি সিলেক্ট করতে হবে। এরপরে মৌজা সিলেক্ট করে খতিয়ানের নাম্বার দিয়ে সার্চ করলেই আপনি এস এ খতিয়ান দেখতে পাবেন।


অনলাইন খতিয়ান অনুসন্ধান আর এস
আর এস খতিয়ান অনুসন্ধান করার ক্ষেত্রে উপরে উল্লেখিত “অনলাইন খতিয়ান অনুসন্ধান” এর পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং যখন “খতিয়ানের ধরন” অপশনটি আসবে সেখানে “আর এস” এই অপশনটি সিলেক্ট করতে হবে। এরপরে মৌজা সিলেক্ট করে খতিয়ানের নাম্বার দিয়ে সার্চ করলেই আপনি আর এস খতিয়ান দেখতে পাবেন।


অনলাইন খতিয়ান অনুসন্ধান বি আর এস
বি আর এস খতিয়ান অনুসন্ধান করার ক্ষেত্রে উপরে উল্লেখিত “অনলাইন খতিয়ান অনুসন্ধান” এর পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং যখন “খতিয়ানের ধরন” অপশনটি আসবে সেখানে “বি আর এস” এই অপশনটি সিলেক্ট করতে হবে। এরপরে মৌজা সিলেক্ট করে খতিয়ানের নাম্বার দিয়ে সার্চ করলেই আপনি বি আর এস খতিয়ান দেখতে পাবেন।

